ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বনানীতে ছুরিকাঘাতে নিহত পারভেজের গ্রামের বাড়িতে মাতম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০২:২৫ এএম


বনানীতে ছুরিকাঘাতে নিহত পারভেজের গ্রামের বাড়িতে শোকের মাতম
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় বইছে শোকের মাতম। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে অঝরে কাঁদছেন বাবা-মা।

বিজ্ঞাপন

সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই বাড়ি ফিরেছেন কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যা মানতে পারছেন না পরিবারের কেউই। একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বাবা জসিম উদ্দিন। তিনি বলেন, আমার সন্তানই যদি বেঁচে না থাকে তাহলে আমি বেঁচে থেকে কী লাভ? যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মা পারভীন আক্তার বলেন, মৃত্যুর আগের রাতে ভিডিওকলে শেষবারের মতো কথা হয় ছেলে পারভেজের সাথে। আর একটিবার ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই।

বিজ্ঞাপন

স্থানীয়রা দাবি, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় মামলা করেছে তার পরিবার।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |