সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারী শ্রমিকের নাম অমিত্তবান আরা (৪৫)।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় সদর উপজেলার কাকমারি বিলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক।
জানা যায়, অমিত্তবান আরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের খুকুমনি (৪৭)। তিনি ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন।
স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী অমিত্তবান আরা সকালে পাশের কুশখালী গ্রামের ইদ্রিস আলীর জমিতে ধান বহনের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি ও তার সহকর্মী খুকুমনি। পথিমধ্যে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে অমিত্তবান আরার মৃত্যু হয়। আহত হন খুকুমনি।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে-টি