ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে ছুরিকাঘাত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন বগুড়ায় ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হয়েছেন। মতিন জোড়া উলুম কামিল মাদরাসারও অধ্যাপক। শনিবার রাত আড়াইটার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মইনুদ্দীন।

ঘটনার সময় ছিনতাইকারীরা মতিনের মোবাইল, টাকা এবং মানিব্যাগও ছিনতাই হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত শনিবার রাতে সাংগঠনিক কাজ শেষে ঢাকার একটি কোচযোগে মতিন বগুড়ায় ফেরেন। রাত আড়াইটার দিকে সাতমাথা থেকে একটি রিকশায় কৈগাড়ীর নিজবাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। খান্দার এলাকার শেহা প্যালেসের কাছে পৌঁছালে ৮ থেকে ১০ জন মুখোশধারী ছিনতাইকারী তার রিকশার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা তার ডান হাতের আঙুলে ছুরিকাঘাত করে। এরপর তারা তার সঙ্গে থাকা একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল, ২৪শ টাকা, মানিব্যাগ ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেন। স্বজনরা সেখান থেকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আবদুল মতিন বলেন, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাসেবা পেতে আমাকে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আমি রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে গেলেও চিকিৎসা শুরু হতে অনেক সময় লেগেছে।

বগুড়া সদর থানার ওসি এস এম মইনুদ্দীন বলেন, বিষয়টির তদন্ত চলমান রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |