সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে মো. মিজানুর রহমান সরদার। ৫৮ বছর বয়সী এই মানুষটি দীর্ঘদিন দুটি ভুয়া অপহরণ মামলার ভিকটিম হয়ে ছিলেন আত্মগোপনে। প্রকাশ্যে আসতেই থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে মিজানুর সরদারকে উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে সাতক্ষীরা সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি বছরের ১০ জানুয়ারি সকালে মিজানুর রহমানকে সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকা থেকে অপহরণ করা হয়েছে, এ অভিযোগে তার কন্যা শারমীন আক্তার রিমা একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে এসআই সোহরাব হোসেন জানতে পারেন, একই ব্যক্তিকে নিয়ে তার আপন ভাই মঞ্জুর সরদার একটি পৃথক পিটিশন মামলাও দায়ের করেছেন, যাতে ২৪ জনকে আসামি করা হয়, যার মধ্যে রয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার হারুনুর রশীদসহ ছয় পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত এই পুলিশ সুপার বলেন, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ দেন, যা বর্তমানে তদন্তাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর সরদার জানিয়েছেন, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত কারণে তিনি নিজের ইচ্ছায় আত্মগোপনে চলে যান এবং চুয়াডাঙ্গায় অবস্থান করেন। পরবর্তীতে তিনি পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে দ্বিতীয় স্ত্রীর কাছে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীন হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম