ঢাকা

মামলা তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই আতাউল মাহমুদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৭:৪৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খানকে শ্রেষ্ঠ মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি জানান, ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান। এর আগে, বুধবার ঢাকা পুলিশ লাইনের মিলব্যাক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এসআই আতাউল মাহমুদ খান ইতোমধ্যে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২২ বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু ধামরাই থানা নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানাতেও তার কর্মকুশলতার ছাপ রেখেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এসআই আতাউল মাহমুদ খানের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়। স্থানীয় ও জেলা পর্যায়ে এই স্বীকৃতি ভবিষ্যতে পুলিশের পেশাগত মান উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা করা হচ্ছে।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |