চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, এদিন সকালে নিজ বসতঘরের রান্নাঘরে মসল্লা করার সময় তার হাতে সাপে কামড় দেয়।
মারা যাওয়া শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। হাজীগঞ্জ-কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দর্শনের শিকার হন।
নিহতের প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, এদিন সকালে রান্নাঘরে মসল্লা পিষানো শেষে শিলপাটা পানি দিয়ে পরিষ্কার করছিলেন গৃহবধূ শিল্পী বেগম। এ সময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষনিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুমিল্লায় নেয়ার পথে মারা যান। খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিল্পী বেগম মারা যান।
আরটিভি/এএএ