বগুড়ার করতোয়া নদী থেকে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডীজন গ্রামের করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মরদেহটির মুখমন্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল এবং মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরেই শেরপুর চন্ডীজন গ্রামের করতোয়া নদীর শশ্মান ঘাটের এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। শুক্রবার দুপুরে ওই এলাকায় ছাগল চড়াতে গিয়ে মাজেদা খাতুন নামে একজন নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহটির মুখমণ্ডল পুড়ে গেছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে বগুড়া এবং সিরাজগঞ্জ সিআইডি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহটির ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরটিভি/এমকে