জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বাবা জসিম উদ্দিনের পাশেই সমাহিত হয়েছেন কলেজছাত্রী লামিয়া।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সড়ক পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে পটুয়াখালীর দুমকি উপজেলার নিজ গ্রাম আলগির বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।
জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জর মোহাম্মদ ইজাজুল হক, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য কৃষিবিদ ফাহিম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা প্রমুখ।
জানাজা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, একটি নিরাপদ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আবু সাইদ, আহনাফ, মুগ্ধরা আত্মত্যাগ করেছে। এখনো কেন দেশের প্রত্যন্ত এলাকায় পাড়া-মহল্লায় বখাটেরা রাজত্ব করবে। আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য একটি নিরাপদ দেশ চাই।
এ সময় অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামী ৯০ দিনের মধ্যে আমরা আসামিদের প্রকাশ্য মৃত্যুদণ্ড চাই। প্রকাশ্যে দিতে না পারলেও মৃত্যুদণ্ড কার্যকরের চিত্র জনসম্মুখে দেখানোর আহ্বান জানাই যাতে ভবিষ্যতে এমন পৈশাচিক কাজ করার সাহস আর কেউ না পায়।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় শহীদ কন্যা লামিয়া (১৭) নিজ বাড়ি থেকে পাশের গ্রামে নানা বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পরের দিন ১৯ মার্চ নিজেই বাদী হয়ে অভিযুক্তদের ২ জনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। তারা এখনও কারাগারে আছে। এ ঘটনায় লোকলজ্জা ও সামাজিক নানা চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়লে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকার শেখেরটেকে ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
এরমধ্যে গত শনিবার রাত ১০টায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরটিভি/এস