ঢাকা

নদীতে ভেসে এলো যুবকের মরদেহ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ           

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৫:১৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম লাগোয়া বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে ফোন দেয়। তিনি মহিপুর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা মরদেহটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে এসেছে। লাশের বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং আশেপাশে গন্ধ ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোটরসাইকেল চালক সুমন বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি বড়ইতলা নদীর তীরে মানুষের ভীড় কাছে গিয়ে দেখি একটি মরদেহ ভেসে আসছে। লাশটি খালি গায়ে রয়েছে, তার পরনে একটি কালো প্যান্ট আছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বড়ইতলা নদীতে একটি মরদেহ ভেসে এসেছে। মহিপুর থানা ও নৌ-পুলিশ সমন্বয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এএএ-টি  

বিজ্ঞাপন
Advertisement

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |