ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তিনটি হোটেলে পচা মাংস ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
অভিযানকালে পৌর শহরের সড়ক বাজার ও রেলওয়ে স্টেশন এলাকার তিনটি খাবার হোটেলে তদারকি করে দেখা যায়, তাদের ফ্রিজে একসঙ্গে রাখা হয়েছে পচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার। এ ছাড়া হোটেলগুলোর পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল কাচ্চি মাঠকে ১০ হাজার, তাজমহল হোটেলকে ৫ হাজার এবং অতিথি হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টিকারী এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযানে আখাউড়া থানার পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ-টি