পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৩:০৮ পিএম


পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) সকাল ৭টার দিকে বাঁকা বাজার রাড়ুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০), ১ নম্বর ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পিকে (৪৫) সকাল ৮টায় কাঠিপাড়া বাজার থেকে আটক করা হয়। এ ছাড়াও চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্সকে (১৯) রাত ১১টায় লক্ষ্মীখোলা বাজার থেকে আটক করেছে পুলিশ।  

জানা যায়, ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এসআই খায়রুল ইসলাম, এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, আটক সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission