রওশন এরশাদের ‘সুন্দর মহল’ ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি ছাত্রজনতার 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০৭:৪২ পিএম


রওশন এরশাদের ‘সুন্দর মহল’ ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি ছাত্রজনতার 
ছবি: আরটিভি

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ময়মনসিংহ নগরীর বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত এই বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামক রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।

বিজ্ঞাপন

মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানা প্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতি বিজড়িত কবরটি রয়েছে। অনেকে এখন কারণে-অকারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। রওশন এরশাদদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবেন। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্রজনতা একটি মিছিল নিয়ে ‘সুন্দর মহল’-এ যায় এবং রেস্টুরেন্টের নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে প্রবেশ করে বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করে।

বিজ্ঞাপন

এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, ২৩ এপ্রিল দুপুর ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ কার্যালয়ের সামনে মানববন্ধন করে সুন্দর মহলকে দালাল মহল ঘোষণার দাবি করেছে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে এক মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়ে অন্যায় কাজ করেছে।

‘সুন্দর মহল’-এ নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে ‘কুটুমবাড়ী’ রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission