বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে গভীর রাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে। মিছিলটি রোববার রাতে গয়নাকুড়ি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করেছে। এ ঘটনায় ওই রাতেই আওয়ামী লীগের ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪২), খরনা ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং ছাত্রলীগ কর্মী, দশম শ্রেণির শিক্ষার্থী সাবিত হাসান। রাতেই গয়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া শাহজাহানপুর পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে গয়নাকুড়ি আঞ্চলিক সড়কে একটি ঝটিকা মিছিল বের করে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মী। এ সময় তারা জয় বাংলা ও পালাতক শেখ হাসিনাকে আবার দরকার এমন স্লোগান দেয়। মিছিলের একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মী সাবিত হাসান। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে ৩ জন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমকে