বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০৯:২২ এএম


বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
ছবি: আরটিভি

বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে গভীর রাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে। মিছিলটি রোববার রাতে গয়নাকুড়ি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করেছে। এ ঘটনায় ওই রাতেই আওয়ামী লীগের ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪২), খরনা ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং ছাত্রলীগ কর্মী, দশম শ্রেণির শিক্ষার্থী সাবিত হাসান। রাতেই গয়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

bogura_pic_awamiligue_2

বগুড়া শাহজাহানপুর পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে গয়নাকুড়ি আঞ্চলিক সড়কে একটি ঝটিকা মিছিল বের করে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মী। এ সময় তারা জয় বাংলা ও পালাতক শেখ হাসিনাকে আবার দরকার এমন স্লোগান দেয়। মিছিলের একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মী সাবিত হাসান। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে ৩ জন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission