ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ , ১০:২২ এএম


loading/img

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস খাদে পড়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।  এ দুর্ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। সকালে ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে গোলাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,  তাৎক্ষণিকভাবে আহত ও নিখোঁজদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেলোয়ার আরও বলেন, বাসের চালক ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে বাসে কয়েকজন স্কুলছাত্র ছিল।

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |