ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হাতিয়ার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৭:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা শিশু তামিম (৩) এখনও নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ জুন) বিকেলে চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

এর আগে, গতকাল লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে আসার পথে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন জীবিত ও নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |