কিশোরগঞ্জের মিঠামইনে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মোহাম্মদ ওসামা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্ব ঢাকী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ ওসামা পূর্ব ঢাকী গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ওসামা অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বাড়ি সংলগ্ন বর্ষার পানিতে ডুবে যায় সে। দির্ঘ্যসময় ওসামাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে, পরে হাওরে বর্ষার পানি থেকে ওসামাকে উদ্ধার করা হয়।
পরে, স্বজনরা উদ্ধার মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক ওসামাকে মৃত ঘোষণা করেন। এতে, শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির।
আরটিভি/এমএ-টি