ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মা-মেয়ে নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১১:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‎চট্টগ্রামের মীরসরাইয়ে কোচিং থেকে ফেরার পথে মা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। তবে পরিবারের দাবি এটি অপহরণ। নিখোঁজ হওয়া ব্যক্তি হলেন মীরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা দীপক সূত্রধরের স্ত্রী সঙ্গীতা সূত্রধর (৩৫) ও তাদের মেয়ে মিথি সূত্রধর (৭)। মিথি স্থানীয় এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

‎পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে সঙ্গীতা সূত্রধর ও তার মেয়ে মিথি কোচিং শেষ করে বাড়ির পথে রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসলে এক অজ্ঞাত নারী তাদের গতিরোধ করেন। পরে ওই নারী তাদের একপাশে ডেকে নেন। কিছুক্ষণ পর একটি কালো রঙের মাইক্রোবাসে মা ও মেয়েকে তুলে নিয়ে যেতে দেখা যায়।

‎দীপক সূত্রধর বলেন, প্রতিদিনের মতোই স্ত্রী মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে এমন ঘটনা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী নারী জানিয়েছেন, অচেনা এক নারী প্রথমে আমার স্ত্রীকে থামান। এরপর আর কিছু বোঝার আগেই কালো মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়া হয়। আমি মীরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি (জিডি নম্বর: ১৮১)। আমি আমার স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে চাই।

‎এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মা ও মেয়েকে উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |