ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হবে: হান্নান মাসউদ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১০:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ছাত্র-জনতার খুন ও এদেশের মানুষের অর্থপাচারে জড়িত টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) বিকেলে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলার দীঘি এলাকায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিকী রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তির নামে এ দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে। তার সরাসরি ইন্ধনে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। সেই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে যদি ড. মুহাম্মদ ইউনূস দেখা করেন, তা কখনও এ দেশের মানুষ মেনে নেবেনা। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। অথচ একটি পক্ষ তার আগেই নির্বাচন চায়। তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতো খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা চাই, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হোক। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |