প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ১১:০১ পিএম


প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান
ছবি: আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা। আওয়ামী স্টাইলে নির্বাচন হলে জুলাইযুদ্ধে মানুষের জীবন দেয়ার প্রয়োজন ছিল না। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি উপহার দেয়ার জন্য। আর সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নাই।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই দেশটা কারো বাবার দেশ নয়। এই দেশটা কারো পারিবারিক সম্পত্তি নয়। এই দেশ ১৮ কোটি মানুষের সম্পদ। এই দেশ কিভাবে পরিচালিত হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আমাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসবো না, ইসলামকে বসাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের অঙ্গীকার। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত. চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে চাই।

দেশের ১৮ কোটি মানুষ জুলাই হত্যাকারীদের বিচার চায় উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে। ফ্যাসিবাদের যেসব দোসরেরা সরকারের ভিতরে থেকে সরকারের সকল সুবিধা ভোগ করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত প্রীতি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জামালপুর জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, নাটোরের জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য ড. মীর নূরুল ইসলাম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় বিদেশবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শূরা সদস্য ড. আহসান হাবীব ইমরোজ। সঞ্চালনায় ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ ময়েজ উদ্দিন, প্রফেসর ডা. রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েব আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, আব্দুল্লাহ আল নোমান, মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট শাফিউল আলম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission