ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ১১:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে মধুপুর ইটভাটা বাজারের পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

নিহত টুটুল মধুপুর ইটভাটা ক্যানেলপাড়া এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা তোরাপ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে টুটুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে নিজ বাড়ির ছাদে একটি মুরগির খামার গড়ে তোলেন এবং সেখানে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। 

টুটুলের পরিবারের দাবি, তার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় গোষ্ঠীগত কিছু পুরোনো বিরোধ নিয়ে তিনি মাঝে মধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের ধারণা, সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পাশের একটি জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে, যা দুর্বৃত্তরা পালানোর সময় ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী হাসান বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |