জামালপুরে একটি বিনোদন পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পানিতে লাফ দিতে গিয়ে ইমতিয়াজ ওরফে আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী উপজেলার স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে। আকুল মিয়া উপজেলার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্নীল পার্কে আকুল মিয়া ও তার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে সুইমিংপুলের পানিতে লাফ গিয়ে পাশের ডোবার মধ্যে গিয়ে পড়ে আহত হন। পরে বন্ধুরা আকুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন বলেন, পার্কে দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কিন্তু সবার অগোচরে ওই যুবক টাওয়ারে উঠে যান, সেখান থেকে লাফ দেন। ঘটনার সময় পার্কে আমি ছিলাম না। তবে আমি পার্কে যাচ্ছি। আর ওই যুবকের বড় ভাই আমার পার্কের একজন কর্মচারী বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে কেউ পুলিশকে জানাননি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ