বজ্রপাতে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ১১:১৩ এএম


বজ্রপাতে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

আট মাস বয়সের শিশু ডেভিড চাকমা মায়ের সঙ্গে শুয়ে পরম মমতায় বুকের দুধ পান করছিল। হঠাৎ বিকট শব্দে সব এলোমেলো হলো শিশুটির পরিবারের। বজ্রপাত কেড়ে নিলো শিশু ডেভিডের প্রাণ। আহত হন মা মিতালি ত্রিপুরাও।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড চাকমার স্বজনরা জানান, বিকেল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা বিদ্যুতায়িত হন। পরে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন মা ও শিশু দুজনেই নিথর পড়ে আছে। কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।

বিজ্ঞাপন

আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো। সম্প্রতি বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন বজ্রপাতের ঘটনা ঘটছে। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission