ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গুলি, যুবদল কর্মী নিহত

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ১১:২৮ এএম


চট্টগ্রামে একদিনে ৩ জনের করোনা শনাক্ত
মামুন হোসেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নেওয়ার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মামুন হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় এলাকাবাসী উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

মামুন হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ছাত্রলীগের ওই সাবেক নেতাকে ছাড়িয়ে নিতে সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম গুলি ছুড়েছেন। অভিযোগ অস্বীকার করে জায়েদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল। সেখানে গোলাগুলি হইছে, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি বাসায় ছিলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের সংবাদমাধ্যমকে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, খোকাকে আটকের খবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হন এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী মামুন। এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে পালিয়ে যান বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাতে নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের হাতে আটক ওই ছাত্রলীগ নেতা সাবেক ছাত্রদল নেতা জায়েদুলের বন্ধু। স্থানীয় বাসিন্দারা তাকে আটকের পর জায়েদুল সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছুড়েছেন বলে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ওই ছাত্রলীগ নেতাকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission