সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানো বিধবা হনুফার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ওই নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
সোমবার (১৬ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকার দরিদ্র অসহায় বিধবা হনুফাকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।
এ সময় তিনি বিধবা হনুফার পরিবারের খোঁজখবর নেন এবং জরাজীর্ণ ঘর ঠিকঠাক করে নতুন ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দেন আর্থিক সহায়তা।
খোরশেদ আলম বলেন, অসহায় বিধবা হনুফা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিষয়টি জানার পর দেশনেতা তারেক রহমানের নির্দেশেই আমরা এই মানবিক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা তারেক রহমানের পক্ষ থেকে হনুফাকে নতুন ঘর নির্মাণের জন্য নগদ সহায়তা দিয়েছি। আমাদের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
এদিকে নতুন ঘর নির্মানে সহায়তা পেয়ে বিধবা হনুফা বলেন, পুরনো ঘরটিতে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতাম। আর নতুন ঘর তো আমাদের কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন বিএনপির খোরশেদ ভাই।
এ সময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এসআর -টি