ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা খালেক লস্কর মারা গেছেন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:৫৮ এএম


loading/img
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্কর। ছবি: সংগৃহীত

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কোষাধ্যক্ষ ও সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ-দৌলা সাদির বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্কর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) দুপুর ১টার দিকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।

ডা. আব্দুল খালেক লস্কর ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি। এ ছাড়াও তিনি যশোর জেলা কমিটির সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (জাগপা) যশোর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মুক্তিযুদ্ধেও ছিল তার সাহসী অংশগ্রহণ।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘারপাড়ার চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |