ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গলায় মারবেল আটকে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৭:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

খাদ্যনালিতে মারবেল আটকে আথনাজ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) রাত আটটার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ছবি রহমানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আথনাজ ওই বাড়ির বাবলুর মেয়ে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হাতে মারবেল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি মারবেল গিলে ফেলে শিশু আথনাজ। মারবেলটি খাদ্যনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার মা এবং অন্যদের নজরে আসে। 

বিজ্ঞাপন

এরপর পরিবারের সদস্যরা দ্রুত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে মারবেলটি বের করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্দ্বীপের হারামিয়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন

আথনাজের মামির দাবি হাসপাতালে সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে তাকে বাঁচানো যেতো। তার ভাষ্য, স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ ছিল না। আমরা বাড়ি থেকে টর্চলাইট নেওয়ার ব্যবস্থা করি। উপস্থিত ডাক্তার অনেকভাবে চেষ্টা করলেও মারবেলটি বের করতে পারেননি। যন্ত্রপাতি, এক্সরে কিছুই ছিল না সরকারি হাসপাতালটিতে। হাসপাতালে সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে হয়তো আথনাজকে বাঁচানো যেত।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অপু চক্রবর্তী জানান, আমরা শিশুটিকে সিলিন্ডারের অক্সিজেন সাপোর্ট দিয়ে গলায় আটকে যাওয়া বস্তু বের করে আনার জন্য যা যা করণীয় ছিল, চেষ্টা করেছি। কিন্তু গলার গভীরে আটকানো বস্তু বের করে আনার মতো যান্ত্রিক সুবিধা আমাদের নেই। তাই শিশুটিকে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে এক্সরে করার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে সুবিধা নেই।

আরটিভি/এসআর -টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |