ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অটোযাত্রী তরুণীকে ধর্ষণচেষ্টা, অতঃপর... 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৭:১৬ পিএম


loading/img
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় চাকরির পরীক্ষা শেষে এক তরুণী (২৫) বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশায় চড়েন। এ সময় চালক তাকে ভুল পথে নিয়ে ধর্ষণচেষ্টা করলে লাফ দিয়ে তিনি নিজেকে রক্ষা করেন। এতে তার নাক-মুখ থেঁতলে গেছে এবং আঘাতে পড়ে গেছে একটি দাঁতও। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) কর্ণফুলী উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বলেন, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকার খালাতো বোনের বাসা থেকে সকাল ৮টায় কোরিয়ান কেইপিজেডের একটি কারখানায় ইন্টারভিউ দিতে এসেছিলেন তিনি। পরীক্ষা শেষে গেটে থাকা চাতরী চৌমহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আগে থেকে অটোরিকশায় আরও এক যুবক ছিলেন। চালক চাতরী চৌমহনী বাজারে না গিয়ে ভুল পথের একটি নির্জন এলাকায় নিয়ে অটোর চাকা নষ্ট হয়েছে বলে দাঁড় করিয়ে রাখেন। এরপর চালক আর ওই যুবক তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কোনো উপায় না পেয়ে নিজেকে রক্ষায় তিনি অটো থেকে লাফ দেন বলে জানান।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |