ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

টয়লেটের দরজা ভেঙে করোনা রোগীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৭:৪৭ পিএম


loading/img
করোনা ভাইরাস। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশে নতুন করে দেখা দিয়েছে করোনাভাইরাস। সেই সঙ্গে হাসপাতালগুলোতেও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তেমনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মনসুর রহমান (৬৫) নামে এক করোনা রোগী।

বিজ্ঞাপন

তবে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মনসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্টঅ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে টয়লেটে যান। এ রকম রোগীকে আমরা টয়লেটের দরজা বন্ধ না করার জন্যই বলি। কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

কিছুক্ষণ পর তিনি পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের দরজা ভেঙে মনসুরকে উদ্ধার করে। তার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ জুন রামেকের মেডিসিন বিভাগে ভর্তি হন মনসুর। অসুস্থতার লক্ষণ দেখে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। এরপর ১৬ জুন তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। তার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন চলছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর -টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |