ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভৈরব রেলস্টেশন থেকে পিস্তলসহ যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:০৯ এএম


loading/img
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে পিস্তলসহ শামিম (২২) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার রাতে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে নিরাপত্তা চৌকির অফিসার ইনচার্জ হাসান মাহমুদ।

আটক শামিম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আ. আজিজের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মে দায়িত্ব পালনের সময় শামিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশের টহল দল। এ সময় তার পেছনে প্যান্টের ভেতরে লুকানো একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে চৌকিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শামিম জানায়, তিনি অস্ত্রটি ঢাকা কমলাপুরের শাহজাহানপুর এলাকা থেকে কুড়িয়ে পেয়েছেন।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা চৌকির অফিসার ইনচার্জ হাসান মাহমুদ বলেন, আমার চৌকির টহল টিম রাত সাড়ে ৮টার দিকে প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিল। এ সময় এক যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |