ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় চুয়াডাঙ্গা সদর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন আলী লিমনকে প্রাথমিক সদস্য পদ বাতিল করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজার।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিলন আলী লিমনের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন আলী লিমনের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এটি কার্যকর করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর এতিমখানা রোডের বাড়িতে সেনা-পুলিশ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট এবং ধারালো ৪টি দেশিয় চাপাতি, ১টি চাইনিজ ছুরি এবং ১টি রামদা উদ্ধার করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে ওইদিন সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |