ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

পদ্মা ও যমুনা নদীতে প্রবল ঢেউ ও তীব্র স্রোতের  কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দুর্ঘটনা এড়াতে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌপথ পার হতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া এলাকায় যমুনা নদীতে রোলিং বা প্রবল ঢেউ সৃষ্টি হয়েছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিআইডাব্লিটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক লয়েছে। লঞ্চের যাত্রীরা অনায়াসে ফেরিতে পার হতে পারছে। তবে ঢেউ কমে গেলে ফের লঞ্চ চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |