ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১২:২৩ পিএম


loading/img

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি ও তাহিরপুর উপজেলার লাকমা সীমান্ত থেকে ১২৮ বোতল ভারতীয় মাদক জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি এবং তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট বিওপির সদস্যরা ভারতীয় এসব বিড়ি ও মাদক জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় বিড়ি ও মাদকের মূল্য প্রায় ১২ লাখ টাকা। বিড়ি ও মাদক জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

4

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি ও মাদক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |