ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে দুজনের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৪:০৬ পিএম


loading/img

গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালি এলাকার বাসিন্দা ইউসুফ খন্দকার (৭২)। এর মধ্যে আব্দুল করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইউসুফ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন ভর্তি হয়েছেন বরগুনার। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে চারজন, পটুয়াখালীতে চারজন, ভোলায় একজন ভর্তি হয়েছেন।

এছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |