নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ এবং বাংলা ভিশনের প্রতিনিধি আফজাল হোসেন পন্টি প্যানেল বিজয়ী হয়েছে।
সহ-সভাপতি হয়েছেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক চ্যানেল ২৪ এর আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ মাছরাঙা টিভির আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমাদের সময়ের লুৎফর রহমান কাকন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু, বিটিভির সাবেক প্রতিনিধি মাহফুজুর রহমান, নিউ এজের প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, এটিএন বাংলার আব্দুস সালাম এবং দৈনিক সংবাদের ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়।
এর আগে, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোট প্রয়োগ করেন। এবার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন শিল্পপতি প্রবীর কুমার সাহা, সদস্য ছিলেন শিল্পপতি মাসুদুজ্জামান ও সিনিয়র আইনজীবী নবী হোসেন।
প্রসঙ্গত, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী সাধারণ সভা ক্লাবের ৭ম তলায় অনুষ্ঠিত হয়।
আরটিভি/আইএম