ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নির্বাচন বিলম্বে কৌশল খুঁজছে কিছু দল: ড. আসাদুজ্জামান রিপন 

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১০:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

বাংলাদেশের কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার কৌশল খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ড. রিপন বলেন, যদি নির্বাচন বিলম্বিত হয় কিংবা রোডম্যাপ থেকে সরে যায়, তবে দেশের গণতন্ত্র বড় বিপদের মুখে পড়বে। কিছু রাজনৈতিক দল ভাবছে সময় পেলে দল গোছাতে পারবে, প্রার্থী খুঁজে পাবে। এখনও তারা ৩০০ আসনে প্রার্থী দিতে পারছে না। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণতন্ত্রকে জিইয়ে রাখতে হলে নিয়ম অনুযায়ী সময়মতো নির্বাচন অত্যন্ত জরুরি। কোনো অজুহাতে নির্বাচন পেছানো উচিত নয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |