বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। তারা ভোট দিতে পারেনি। নিজেদের মনোনীত প্রার্থী নির্বাচিত করতে পারেনি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে আশুগঞ্জ উপজেলার খলিয়ারা বালুর মাঠে আয়োজিত কর্মিসভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছিল। আত্মীয়-স্বজনের জানাজায় তারা অংশ নিতে পারেননি।
তিনি আরও বলেন, যখন দলের দুঃসময় ছিল তখন আমি হাসিনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেছি। আর্ন্তজাতিক অঙ্গনে দেশের কথা বলেছি।
বিএনপির এই নেত্রী বলেন, দুঃসময়ে যারা আপনাদের পাশে ছিল, তাদের ভুলে যাবেন না।
আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চান প্রশ্ন রেখে রুমিন ফারহানা বলেন, আপনারা শিক্ষিত, সৎ, যোগ্য প্রার্থী চান নাকি টেন্ডারবাজ, দখলদার এমন প্রার্থী চান?
এ সময় আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় গ্যাসের ব্যবস্থা করার পাশাপাশি তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
দূর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাষ্টার, জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলালসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম/এআর