রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ১২:৩৩ পিএম


রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামে ৩০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে ভবন নির্মাণ করেছে আওয়ামী লীগের জামাল ও কামাল গংরা। তারই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ১০টি পরিবারসহ এলাকাবাসী।  নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামের ইব্রাহিম প্রধানীয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) বিকেলে নারায়ণপুর-চেংগাতলী সড়কের উত্তর বাড়িগাঁও এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। 

ভুক্তভোগীরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে মায়া চৌধুরী এবং স্থানীয় সেলিম মেম্বারের প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করে মৃত তাফাজ্জল হোসেন প্রধানের ছেলে জামাল ও কামাল গংরা। পরিবারের অধিকাংশ সদস্যই প্রবাসে থাকে। আবার কেউ কেউ ঢাকায় চাকরি এবং ব্যবসা-বাণিজ্য করে। ওইসময় জোরপূর্বক রাস্তা বন্ধ করে ভবননির্মাণ কাজে বাধা প্রদান করায় প্রাণে মেরে ফেলা এবং মামলার হুমকি-ধমকি দিয়েছিল। বিগত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর ভবনের কাজ বন্ধ রাখে তারা। 

বিজ্ঞাপন

স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে রাস্তার ওপর গড়ে ওঠা ভবনটি সরিয়ে নেয়ার জন্য বারবার বলার পরও তারা কোন কর্ণপাত করছে না। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission