ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) ভোরে বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৪টার দিকে আমজাদ হোসেনের মৃধাকান্দার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে পুলিশ বাড়ির আশেপাশে অবস্থান নেয়। একপর্যায়ে আমজাদ ঘরের ভেতর থেকে বের হয়ে বাইরে গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। প্রায় ঘণ্টাখানেক পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। সে কারণে তাকে ধরতে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ভয়ে পালাতে গিয়ে তিনি স্ট্রোক করেছেন।
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ ঢাকায় পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ -টি