ঢাকা

সাঁওতালদের ওপর হামলা : গ্রেপ্তার আরো ২

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

রোববার, ২০ নভেম্বর ২০১৬ , ০২:১৯ পিএম


loading/img

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনার মামলায় আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ১২ জনকে এই মামলায় গ্রেপ্তার করলো পুলিশ।

বিজ্ঞাপন

রোববার সকালে সাপমারা ইউনিয়নের নাসিরাবাদ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে জনি মিয়া (২৮) ও রানা মিয়া (৩২)।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রতকুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদী হয়ে গেলো বুধবার রাতে অজ্ঞাতনামা পাঁচ থেকে ৬০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |