ঢাকা

রাজধানীর শহিদনগরে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৩ মার্চ ২০১৯ , ১০:১৭ পিএম


loading/img

রাজধানীর লালবাগ থানার শহিদনগর এলাকায় একটি কাগজের কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহীদনগরের আমলী গোলার ৬ নম্বর সড়কে ওই কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আশেপাশের কয়েকটি দোকানে ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও খবর পাওয়া  যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার আতাউর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ওই আগুন রাসায়নিক ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের জন্য বেশি ছড়িয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পরে প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে শুধু রাসায়নিকের কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।
এর আগে ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |