• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

রুহুল আমিনের জামিন আদেশ খারিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৯, ১৬:৩৭
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি রুহুল আমিন; ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি রুহুল আমিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে আইনজীবী ও হলফনামাকারীর বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন।

আদেশের পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমি আগেও বলেছি এ জামিন আবেদনে তথ্য গোপন করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ভিকটিম নারীর ২২ ধারায় জবানবন্দি যুক্ত করা হয়নি। এগুলো যদি থাকতো কোর্ট হয়তো ওইদিনই জামিন আবেদন খারিজ করে দিতেন।

এর আগে গত ২৩ মার্চ আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। শনিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৮ মার্চ একই বেঞ্চ তাকে জামিন দিয়েছিল।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রুহুল আমিনের নির্দেশে ১০, ১২ জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী-সন্তানদের বেঁধে ওই নারীকে গণর্ধষণ ও মারধর করে।

এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিনকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন। মামলার পর গত ২ জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এমসি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যার পর ফ্রিজে মায়ের মরদেহ, জামিন পেলেন না ছেলে সাদ
সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর
জি কে শামীমের জামিন বাতিল
ভারতে যাওয়ার সময় জামিনে থাকা ইউপি চেয়ারম্যান আটক