ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং এর দ্বিবার্ষিক নির্বাচন ৪ মে

চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ২০ এপ্রিল ২০১৯ , ১১:১৯ এএম


loading/img

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচন কমিশনের সভায় টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং এর দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আজিজুল কাদির ও কাজী মনজুরুল ইসলাম। সভায় মনোনয়নপত্রের মূল্য ১০০০ (এক হাজার) টাকা নির্ধারণ করা হয়।

দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বিতরণ: ২৫-২৬ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার (প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত)।

মনোনয়নপত্র জমা: ২৮ এপ্রিল রোববার (বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত)।

বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ: ২৮ এপ্রিল রোববার রাত ১০টা।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র প্রত্যাহার: ৩০ এপ্রিল মঙ্গলবার (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত)।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৩০ এপ্রিল (মঙ্গলবার) রাত ১০টা।

ভোট গ্রহণ: ৪ মে শনিবার (বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |