• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২
হাসপাতাল, চিকিৎসা, মৃত্যু

নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গেল সোমবার দুপুরে উপজেলার চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আমান্তিকা। তিনি সাদিপুর এলাকার পিন্টু মিয়ার স্ত্রী।

এ ঘটনার পর কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে তালা দিয়ে পালিয়ে যান।

নিহতের স্বজনদের মধ্যে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ ও ভাংচুর করে।

পরে তারা বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রসূতির সিজার করলে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে ঢামেকে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নূরজাহান বেগমের ভুল চিকিৎসার জন্য তার মৃত্যু হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে জানান, ভাংচুরের পর রোগীর স্বজনরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে বুজিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ জনকে কুপিয়ে হত্যা, আটক ৩ 
হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
আবারও হাসপাতালে গোবিন্দ