• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার

ফেনী প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৯, ০৯:২৬
নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার
নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার

নুসরাতের হত‌্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার পরিবার। নুসরাতের মা শিরিন আখতার বলেছেন, ‘আমি চাই, হত্যার সঙ্গে যারা জড়িত, সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

তিনি বলেন, আসামিদের এমন শাস্তি হোক, যেন পৃথিবীর অন্য কোথাও কোনও মায়ের বুক এভাবে খালি না হয়।

আজ বৃহস্পতিবার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে। এর আগে তিনি এ দাবী করেন।

গেল ২৭ মার্চ ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদরাসার ছাদে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা।

পরে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল আট জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে না নেয়ায় নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে বলা হয় মামলায়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়