• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জল্লাদদের রায়ের দিন নুসরাতের কবরে ফুটেছে হরেক রকমের গোলাপ!

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ অক্টোবর ২০১৯, ১৩:০২
নুসরাত কবর গোলাপ
নুসরাত জাহান রাফির কবরে ফুটেছে লাল-সাদা গোলাপ

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আজ বৃহস্পতিবার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজকের দিনেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটি ছবি ভাইরাল হয়েছে।

নুসরাতের কবরে ফুটেছে লাল ও সাদা গোলাপ। প্রকৃতির এই খেলার সঙ্গে মিলে গেছে একটি প্রতীকী চিত্র। যেন রায়ের দিনেই কবরে লাল গোলাপ হয়ে ফুটে উঠেছে নিহত নুসরাত। আর সাদা গোলাপ হয়ে সে যেন সারা দুনিয়াকে বার্তা দিচ্ছে শান্তির।

রায়ের দিনে নুসরাতের কবরে লাল ও সাদা গোলাপ ফুটেছে, এমন কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সকাল বেলাতেই।

ছবিগুলো শেয়ার করা ছাড়াও ফেসবুক ব্যবহারকারীরা একটি স্ট্যাটাসও কপিপেস্ট করেছেন, সেটি হলো-‘রাফি হত্যা মামলার রায়ের দিনে ফুল ফুটেছে কবরে, ফেনীর আদালত থাকবে সারাদেশের মানুষের নজরে।’

এদিকে, কবরের পাশে ফুটন্ত গোলাপের ছবির নিচে আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে নুসরাতের জন্য জান্নাত কামনা করেছেন বহু ফেসবুক ব্যবহারকারী।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : নুসরাত হত্যা : অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের ফাঁসির আদেশ
---------------------------------------------------------------------

কেউ কেউ লিখেছেন, মহান আল্লাহ ন্যায় বিচারক ও বিচার দিনের মালিক। সুতরাং নুসরাত ইহ ও পরকালে ন্যায় বিচার পাবে।

প্রসঙ্গত, গেল ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহানকে ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আট এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

২৭ মার্চ নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগ এনে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে তার মা। ২৮ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে নুসরাত তার ওপর যৌন নিপীড়নের জবানবন্দি প্রদান করে। একইদিন সোনাগাজী থানা পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু জানান, মামলা তুলে না নেয়ায় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা মৃত্যুশয্যায় নুসরাত বলে গেছে। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

গেল ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন।

গেল ১০ এপ্রিল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) মামলাটি হস্তান্তর করা হয়। পিবিআই চলতি বছরের ২৯ জুন তদন্ত শেষে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৭ জুন হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২৪ অক্টোবর রায়ের দিন ধার্য করেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : নুসরাত হত্যা মামলার রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: আইনজীবী
---------------------------------------------------------------------

শুনানি শেষে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনের হুমকিদাতা শাহরুখের তথ্য যেভাবে পেতেন
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
শিখ নেতা নিজ্জর হত্যার বিষয়ে সব জানতেন মোদি: দাবি কানাডার
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক