নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা দিলেন ২ ইউপি সদস্য

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ , ১০:১০ পিএম


নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা ২ ইউপি

সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মান্দা উপজেলার ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ সংযুক্ত সাধারণ শাখা ও এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে (কেন্দ্র কোড নং ২১১১৩) নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ইউপি সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে একজন পরানপুর ইউপি সদস্য বকুল হোসেন এবং অন্যজন হচ্ছেন ভাঁরশো ইউপির মহিলা মেম্বর শরিফা বেগম। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মান্দায় কৃষি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলার ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ সংযুক্ত সাধারণ শাখা ও এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে (কেন্দ্র কোড নং ২১১১৩) নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। এসময় মান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ মণ্ডল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন মোশাররফ হোসেন ও রহুল আমিন।

আরো পড়ুন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission