• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা দিলেন ২ ইউপি সদস্য

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ২২:১০
নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা ২ ইউপি

সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মান্দা উপজেলার ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ সংযুক্ত সাধারণ শাখা ও এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে (কেন্দ্র কোড নং ২১১১৩) নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ইউপি সদস্য ছিলেন।

তাদের মধ্যে একজন পরানপুর ইউপি সদস্য বকুল হোসেন এবং অন্যজন হচ্ছেন ভাঁরশো ইউপির মহিলা মেম্বর শরিফা বেগম। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মান্দায় কৃষি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলার ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ সংযুক্ত সাধারণ শাখা ও এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে (কেন্দ্র কোড নং ২১১১৩) নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। এসময় মান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ মণ্ডল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন মোশাররফ হোসেন ও রহুল আমিন।

আরো পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
মেডিকেলে মেধা তালিকায় শীর্ষে যারা
মাঝরাতে ঢাবিতে আবার ‘কোটা না মেধা’ স্লোগান, বিক্ষোভ