• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

মিরপুরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেন আলিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:০০
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের চিটাগং কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, তবে সম্প্রতি তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। যার ফলে ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন এই ডান হাতি স্পিনার।

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নেন আলিস। বিসিবির আম্পায়ার্স কমিটি জানায়, পরীক্ষার ফলাফল আগামীকাল জানা যেতে পারে।

গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আলিস ৩ ওভার বল করে কোনো উইকেট পাননি। সেদিনই তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।

এটা প্রথমবার নয়, এর আগেও আলিস বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন। ২০১৯ সালে বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে তার বোলিং অ্যাকশন ছিল প্রশ্নবিদ্ধ।

এখন দেখার বিষয়, পরীক্ষায় উত্তীর্ণ হলে বিপিএল চলাকালীন ফের মাঠে ফিরবেন তিনি, নাকি আরও কিছুদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে। তবে বিপিএলের মাঝ পথে এই স্পিনার নিষিদ্ধ হলে বিপাকে পড়বে চিটাগং কিংস।

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এতে প্লে-অফের লড়াইয়ে ভালোভাবেই টিকে রয়েছে বন্দরনগীর দলটি।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
পরীক্ষায় পাস, মাঠে নামার অপেক্ষায় আলিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সাত কলেজের পরীক্ষাও স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত