• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৯ ঘণ্টা পর ভেঙে যাওয়া ব্রিজটি দিয়ে যান চলাচল স্বাভাবিক

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৯, ১২:১১
ব্রিজ মেরামত বেইলি
বেইলি ব্রিজের উপর দেবে যা্ওয়া ট্রাক

প্রায় ১৯ ঘণ্টা পর ভেঙে যাওয়া বেইলি ব্রিজটি দিয়ে স্বাভাবিক হয়েছে যান চলাচল। শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেঙে যাওয়া বেইলি সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় আবারও ব্রিজটি দিয়ে স্বাভাবিক হয় যান চলাচল। এতে স্বস্তি ফিরেছে এ রোডে যাতায়াতরত সাধারণ মানুষ ও দূরপাল্লার গাড়িচালকদের।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কয়লাবোঝাই একটি ট্রাক ব্রিজটির ওপর উঠলে পুরাতন ও ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটির একটি পাটাতন ভেঙে গাড়িটি দেবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে সকাল সাড়ে আটটার দিকে ব্রিজ ভেঙে আটকা পড়া ট্রাকটি উদ্ধার করা হয়। এদিকে ১৯ ঘণ্টা পর যান চলাচল বন্ধ থাকায় ব্রিজের দুই পাশে শত শত মালবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে সৃষ্টি হয় বিশাল যানজট। এতে ভোগান্তিতে পড়ে এ পথে যাতায়াতরত যাত্রী ও সাধারণ মানুষ।

পরে বিকেল সাড়ে তিনটা থেকে মেরামত কাজ শুরু করে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ। ব্রিজটি মেরামত করতে তাদের প্রায় সাড়ে চৌদ্দ ঘণ্টা সময় লাগে। রাত সাড়ে তিনটার দিকে ব্রিজটির মেরামত কাজ শেষ হয়। এরপর থেকে আবার শুরু হয় যান চলাচল। তবে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

বেইলি মিস্ত্রি নুরু হক বলেন, ভাঙা অংশে নতুন প্লেট বসানো হয়েছে। এছাড়া পুরো ব্রিজে ঝালাই কাজ এবং নাট-বল্টু লাগিয়ে দিয়েছি। এখন আর কোনও সমস্যা নেই। গাড়ি ও সাধারণ মানুষ চলাচল করছে।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত তিনটার দিকে আমাদের মেরামত কাজ শেষ হয়েছে। এখন ব্রিজটি স্বাভাবিক আছে। রাত থেকেই যান চলাচল করছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরে গেছেন রিকশাচালকেরা, ৪ ঘণ্টা পর ঘুরল রেলের চাকা
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু