মধ্যরাতে তল্লাশি, এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৮:১২ পিএম


মধ্যরাতে তল্লাশি, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় প্রাইভেটকারে থাকা গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের সদরের চলনবিল গেট এলাকায় এ তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা-পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কে যানবাহন তল্লাশি করছিলেন। পরে রাত ২টার দিকে বগুড়া থেকে নাটোর অভিমুখে একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশির সময় তারা গাড়ির পেছনের ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান। 

বিজ্ঞাপন

এ সময় গাড়িতে থাকা আরোহী ছাবিউল ইসলাম নিজেকে গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিচয় দেন। তখন ওই ব্যক্তি ও তার গাড়ির চালককে সিংড়া থানায় নেওয়া হয়। 

এর আগে, ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ইউএনও ও সেনাসদস্যদের উপস্থিতিতে পুলিশ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে ছাবিউল ইসলাম জানান, গাড়িতে ৩০ লাখ টাকা আছে। এসব তার জমি বিক্রির টাকা। টাকাগুলো গাইবান্ধা থেকে নিয়ে সাপ্তাহিক ছুটি কাটাতে তিনি রাজশাহীতে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

কিন্তু টাকাগুলো গুনে দেখা যায়, সেখানে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা রয়েছে। এত টাকা ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে রাতের আঁধারে গাড়িতে করে কেন নেওয়া হচ্ছে, জানতে চাইলে তিনি তার কোনো উত্তর দিতে পারেননি। 

বিজ্ঞাপন

পরে জব্দ তালিকা অনুযায়ী টাকা ও গাড়ি থানা হেফাজতে রাখা হয়। এ সময় আরও জিজ্ঞাসাবাদের জন্য ছাবিউল ইসলাম ও তার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গণমাধ্যমকে বলেন, জব্দ করা অর্থের উৎস ও ওই প্রকৌশলী সম্পর্কে বিস্তারিত জানার জন্য টাকা, প্রাইভেটকার ও এর বাহককে থানা হেফাজতে রাখা হয়েছে। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission