মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ , ০৬:০৬ পিএম


মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা
মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: আরটিভি অনলাইন

নড়াইলে চল্লিশোর্ধ বয়সের নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনোদনমূলক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট (ওআরসিডি) এর আয়োজন সদরের বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে ওআরসিডি কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটির উদ্বোধন করেন ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।

বিজ্ঞাপন

জানা যায়, এই প্রতিযোগিতায় ঐ এলাকার শতাধিক চল্লিশোর্ধ মহিলা বিস্কুট দৌড়, চেয়ার সেটিং, বালিশ বদল, গল্প বলা, সুঁই-সুতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে সবাইকে নিয়ে এক কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওআরসিডির অধ্যক্ষ মানিক চন্দ্র রায়, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুরুর রহমান, ওআরসিডির গবেষণা কর্মকর্তা মো. আফজাল হোসেন, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মো. খায়রুল আলম প্রমুখ।

এজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission